লাদাখ সীমান্তে সীমান্ত- দ্বন্দ্বের আবহে উত্তপ্ত দেশ।চীনকে শায়েস্তা চাপে ফেলতে ভারত বয়কট করেছে চীনা সামগ্রী। দুই ধাপে নিষিদ্ধ করা হয়েছে টিকটক , শেয়ার ইট সহ একশোরও বেশি চীনা APP। কিন্তু IPL এর স্পনসর চীনা সংস্থা VIVO কে নিয়ে চলছিল দোলাচলতা। এই পরিস্থিতিতে VIVO কে ব্যান্ড করতে ক্রমশ চাপ বাড়াচ্ছিল দেশের নাগরিকরা।

এরপর বোর্ড আইপিএলে VIVOতেই সিলমোহর বসালেও দেশের মানুষ খুশি হননি।অনেক প্রান্ত থেকে আইপিএল বয়কটের ডাক দেয়।কিন্তু অবশেষে আইপিএল থেকে সরে গেল টাইটেল স্পনসর ভিভো। আজ ভিভোর থেকে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে ভিভো আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়াচ্ছে।কিন্তু শুধু এক বছরের জন্য সরে দাঁড়িয়েছে। আগামী বছর থেকে ফের ভিভোই টাইটেল স্পনসর থাকবে

উল্লেখ্য, ভারত চীন উত্তেজনক পরিস্থিতির জেরে চীনের দ্রব্য বয়কটের ডাক দেয় ভারতবাসী। কিন্তু বিসিসিআই ঘোষণা করে যে ভিভোই টাইটেল স্পনসর থাকছে। এরপরই ভারতবাসী পুনরায় ক্ষেপে যায় এবং আইপিএল বয়কটের ডাকও দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *