আবারো সোমবার বিকেলে ২ জন বাংলাদেশী নাগরিক সহ একজন ভারতীয় দালালকে আটক করলো আগরতলা রেল স্টেশন থেকে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা এবং একজন ভারতীয় দালাল(পুরুষ ) সহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
আগরতলা জি আর পি এস, বি এস এফ, আগরতলা আর পি এফ, গুয়েন্দা বিভাগ মিলে যৌথ অভিযানে এই তিনজনকে আটক করা হয়েছে বলে জানালেন আগরতলা জি আর পি থানার ওসি তাপস দাস। প্রাথমিক জিজ্ঞাসায় তারা পুলিশকে বলেন কলকাতা যাবে বলে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। এবং আগামী কাল আটক হওয়া তিনজনকে আদালতে প্রেরণ করা হবে। আটক দুই বাংলাদেশি হলেন আরাফাত হোসাইন ওরফে অমি (২৯) জিলা -ঢাকা , বাংলাদেশ।
জিনাত এরা (৩৪)জিলা -ঢাকা , বাংলাদেশ। তাদের সঙ্গে ১টি ২ দুই বছরের ছেলে রয়েছে। ভারতীয় দালালের নাম শচীন কুমার (২২) জেলা- সমস্টিপুর, বিহার। জিআরপি থানা পুলিশ এই বিষয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।