জেকে টায়ারের রেডিয়াল টায়ার পোর্টফোলিওতে ২ সংযোজন

ভারতের অগ্রণী টায়ার নির্মাতা ও ট্রাক বাস রেডিয়াল সেগমেন্টের মার্কেট লিডার ‘জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ তাদের রেডিয়াল টায়ার পোর্টফোলিওতে সংযোজন ঘটিয়ে দুইটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে – জেটস্টিল জেডিএইচ এক্সএম (Jetsteel JDH XM ) ও জেটওয়ে জেইউসি এক্সএম (Jetway JUC XM )।

জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই টায়ারগুলি আনার কারণ হিসেবে জানিয়েছে, এগুলি নানারকম বাণিজ্যিক পণ্য চলাচলের ক্ষেত্রে ‘রাব-অফ’ নিয়ন্ত্রণ করতে পারবে, ফলে সুবিধা পাবেন গ্রাহকরা। এই প্রোডাক্ট দুটি লঞ্চের ক্ষেত্রে জেকে টায়ারের উদ্দেশ্য হল গ্রাহকরা যেন দীর্ঘমেয়াদি সুবিধা লাভ করতে পারেন।

জেকে টায়ারের জেটওয়ে জেইউসি এক্সএম এমনভাবে তৈরি করা হয়েছে সেগুলি যেন প্রিমিয়াম টায়ার-লাইফের নিশ্চয়তা প্রদান করতে পারে ও জ্বালানি সাশ্রয়ের সুবিধা দিতে পারে। এর মাধ্যমে ট্রাক মালিকদের রক্ষণাবেক্ষনের ব্যয় যথেষ্ট কমে যাবে। জেটস্টিল জেডিএইচ এক্সএম দেবে ‘হাই টায়ার-লাইফ’। এই টায়ারে ব্যবহৃত হয়েছে ‘জেট-ওসিটি’ টেকনোলজি, ফলে এই টায়ার হয়ে উঠেছে খুবই মজবুত ও দৃঢ়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *