নাগরাকাটা কলোনি থেকে ১৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

গরম পড়তেই ডুয়ার্সের লোকালয় থেকে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি কিং কোবরা উদ্ধার হয়েছে। এবার নাগরাকাটা বস্তি থেকে উদ্ধার হল প্রায়  ১৮ ফুটের একটি কিংকোবরা সাপ। রবিবার সন্ধ্যায় নাগরাকাটা বস্তির বাসিন্দা জসিন্তা মাঝির সুপারি বাগানে বিশালাকার কিং কোবরাটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ‌

এরপর খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে কিং কোবরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিংকোবরা সাপটি লম্বায় প্রায় ১৮ ফুট।সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।