১৬ বছর বয়সী এক যুবক একটি স্থির ট্রেনের ইঞ্জিনের উপরে উঠে সেলফি তোলার চেষ্টা করার সময় একটি হাই-টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ঘটনাটি মধ্যপ্রদেশের ছাতারপুর রেলওয়ে স্টেশনে ঘটেছে, একজন কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন।
ছতারপুর রেলওয়ে স্টেশন মাস্টার শুভঙ্ক প্যাটেল বলেন, “সুহেল মনসুরি নামে পরিচিত ছেলেটি একটি স্থির ট্রেনের ইঞ্জিনে ওঠার পর সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।”
নিহতের বন্ধু আশরাফ জানান, মনসুরি সকালে রেলস্টেশনে যান, যেখানে তিনি তার মোবাইল ফোনটি বের করেন এবং ট্র্যাজেডির সময় সেলফি তোলার জন্য একটি রেলওয়ে ইঞ্জিনে উঠে যান।
রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার বলেন, “ভুক্তভোগী একটি ওভারহেড হাই টেনশন বিদ্যুতের লাইন ধরার চেষ্টা করেছিল, যেটি চার্জ করা হয়েছিল। তার মোবাইল ফোনে সেলফি তোলার চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।”