অ্যাবসলিউটের ইনেরা ভারতে জৈবযোগ্য ফার্ম ইনপুটের রেঞ্জ লঞ্চ করছে

এগ্রি ইনপুট বিজনেস ‘ইনেরা ক্রপসায়েন্স’ (Inera CropScience) লঞ্চ করল বায়োসায়েন্স কোম্পানি ‘অ্যাবসলিউট’ (Absolute)। কোম্পানির তরফে ভারতে লঞ্চ করা হল তাদের ক্রপ-অ্যাগ্নোস্টিক রেঞ্জের বায়োফার্টিলাইজার, বায়োস্টিমুল্যান্ট, বায়োকন্ট্রোল ও সীড কোটিং প্রোডাক্টস। প্রাথমিক পর্যায়ে ইনেরার বায়োলজিক্যাল ইনপুটসের মাধ্যমে কৃষকরা সয়েল কোয়ালিটি, প্ল্যান্ট ইমিউনিটি, ডিজিজ রেজিস্ট্যান্স, পেস্ট প্রোটেকশন ইত্যাদি সুবিধা গ্রহণ করে তাদের উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। ভারতে আরম্ভ করার মধ্য দিয়ে ইনেরা বিশ্বের ২০% জনসংখ্যার চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে চলেছে। ইনেরার প্রোডাক্টগুলি তৈরি হয়েছে তাদের নিজস্ব ‘ন্যাচারাল ইন্টেলিজেন্স প্লাটফর্ম’ ব্যবহার করে এবং ‘সিগন্যাল ট্রিগার্ড রিজেনারেটিভ অ্যাক্টিভেশন কমপ্লেক্স টেকনোলজি’র ফর্মুলায়, যাতে বায়োলজিক্যাল এজেন্ট সংরক্ষিত থাকে এবং শেলফ-লাইফ ও পারফর্ম্যান্স বৃদ্ধি পায়।

ইনেরার পেছনে রয়েছে অ্যাবসলিউটের আর-অ্যান্ড-ডি শাখা – জেনেসিস (Xenesis)। অ্যাবসলিউটের ইনেরা বায়োলজিক্যাল মার্কেটে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে এগিয়ে চলেছে। কোম্পানির প্রোডাক্টগুলি তৈরি হয়েছে মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, সিন্থেটিক বায়োলজি ইত্যাদি বিষয়ে প্রভূত গবেষণার মাধ্যমে। ২০১৫ সালে গোড়াপত্তনের পর অ্যাবসলিউট ১২ মিলিয়ন ইউএসডি বিনিয়োগ করেছে আর-অ্যান্ড-ডি খাতে। তাদের মুখ্য গবেষণাগারটি রয়েছে নতুন দিল্লির জেনেসিস ইনস্টিটিউটে।

ইনেরা তাদের আর-অ্যান্ড-ডি’র উন্নয়নের কাজে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও টেস্টিংয়ের জন্য প্রায় পাঁচ মিলিয়ন স্কোয়ার-ফিট জমি ব্যবহার করছে হরিয়াণার কার্নাল, মধ্যপ্রদেশের ইন্দোর, তামিলনাডুর ত্রিচি, ছত্তিশগড়ের ধামলা ও দিল্লির কাছে বিভিন্ন স্থানে। এর আওতায় রাখা হয়েছে ১২টি প্রধান ক্রপ ভ্যারাইটি যেমন ফিল্ড ক্রপ, সিরিয়ালস, ফ্রুট, ক্যাশ ক্রপ, ভেজিটেবল, পালস ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *