ধানখেত থেকে উদ্ধার হল ১০ ফুটের অজগর। শনিবার সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায় অজগরটি উদ্ধার হয়। এদিন স্থানীয়রা ধান কাটার সময় খেতের মধ্যে ওই অজগরটিকে দেখতে পান। তাঁরাই অজগরটি উদ্ধার করেন। খবর দেওয়া হয় বনকর্মীদের। ধূপঝোরা বিট অফিসের বনকর্মী এসে সেটিকে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি সুস্থ থাকা এদিনই সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। মাঝেমধ্যেই বন্যপ্রাণী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। দিন দুয়েক আগেই এলাকা সংলগ্ন বাতাবাড়ি চুপরিপাড়া এলাকার ধানখেত থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়।