আগামী 1 এপ্রিল থেকে চালু হবে নতুন আর্থিক বছর। আর এই দিন থেকে দেশে আয়কর কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। এর ফলে চাকরিজীবী এবং প্রবীণ নাগরিকরা সবথেকে বেশি প্রভাবিত হবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর 2021 সালের সাধারণ বাজেটে সাধারণ প্রান্তিক মানুষদের মতোই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্য বিশেষ কোনও খুশির খবর জানাতে পারেননি। তবে চাকরিজীবী শ্রেণিকে স্বস্তি দিতে এ বারের বাজেটে আয়কর কাঠামো কিছুটা সরল করা হয়েছে। আগামী 1 এপ্রিল 2021 সালে আয়করের ক্ষেত্রে নতুন পরিবর্তনগুলি কার্যকর হবে।
আগামী 1 এপ্রিল থেকে আয়করের ক্ষেত্রে প্রধান যে 5 পরিবর্তন আসতে চলেছে, তা দেখে নেওয়া যাক।
- EPF অনুদান:এতদিন পর্যন্ত EPF-এ টাকা রাখলে তা করের আওতায় পড়ত না। আগামী 1 এপ্রিল থেকে এই সুবিধা আর থাকছে না। কোনও কর্মচারী EPF-এ বছরে তাঁর অংশের অবদানে 2 লক্ষ 50 হাজার টাকার বেশি জমা রাখলে আয়করের আওতায় চলে আসবে।
- ITR ফর্ম:আগামী আর্থিক বছর থেকে ব্যক্তিগত আয়কর দাতাদের আগে থেকে পূরণ করা আয়কর রিটার্নের (ITR) ফর্ম দেওয়া হবে। ফলে তাঁদের রিটার্ন দাখিলের কাজ অনেক সহজ হয়ে যাবে।
- LTC স্কিম:এই বারের বাজেটে লিভ ট্রাভেল কনসেশন (LTC) ক্যাশ ভাউচার স্কিমের বিষয়টি নোটিফাই করা হয়েছে। অর্থনীতিকে চাঙ্গা করতে 2020 সালে এই স্কিমের কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার।
- বেশি হারে TDS:আয়কর দাতাদের একাংশের মধ্যে আয়কর রিটার্ন (ITR) ফাইল করা নিয়ে অনীহা দেখে যায়। এই প্রবণতা রুখতে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যেখানে ITR দাখিল না করলে উচ্চ হারে TDS বা TCS বসানোর কথা বলা হয়েছে। এই পদক্ষেপ কার্যকর করতে আয়কর আইনে সামান্য পরিবর্তন করা হবে। এক্ষেত্রে যুক্ত হতে চলেছে 206AB ধারা।
- 75 বছর বয়সের পরে ITR জমা দিতে হবে না:75 বছর বা তার বেশি বয়সী পেনশন প্রাপকদের ব্যাঙ্কে পেনশনে TDS কাটা হবে না। ফলে তাঁদের আর আয়কর রিটার্ন দিতে হবে না। পাশাপাশি ওই একই ব্যাঙ্কে FD থাকলে ITR জমা দেওয়ার প্রয়োজন নেই।