২-১ দিনের মধ্যেই বাজারে আসছে Cipla-র Remdesivir

বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি Cipla নিজেদের Remdesivir ভার্সন ভারতে লঞ্চ করতে চলেছে আগামী ২-১ দিনের মধ্যেই ৷ কোভিড ১৯ -র চিকিৎসায় এই ওষুধকে স্বীকৃতি দিয়েছে অনেকগুলি দেশ৷ ভারতেও এই ওষুধ ব্যবহারে অনুমতি মিলেছে ৷ জানানো হয়েছে, দমনের Sovereign Pharma নিজেদের প্রথম ব্যাচ রিলিজ করে দিয়েছে ৷ এই ওষুধটাই Cipla- ‘Cipremi’. এই ব্র্যান্ড নেমেই বাজারে আনছে ৷

সিপলা – বিডিআর ফার্মাকে রেমডিসিভারের প্রস্তুত করার জন্য চুক্তি করেছে ৷ এরা আবার সাবকন্ট্র্যাক্ট দিয়েছে Sovereign Pharma-র কাছে ৷ মুম্বইয়ের বিডিআর ফার্মা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বানায় ৷ যা ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয়৷ এখন কোভিড ১৯ রোগীদের চিকিৎসার জন্য আপদকালীন ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে ৷কোম্পানি জানিয়েছে, এই মুহূ্র্তে এক মাসে ৯৫ হাজার ভয়াল তৈরি করার ক্ষমতা রয়েছে তাদের ৷ সিপলা এই ওষুধের একটি ভয়ালের দাম রেখেছে ৪ হাজার টাকা(approx) ৷ এ দিকে এরইমধ্যে সিপলা নিজেই যাতে এই ওষুধ তৈরি করতে পারে তার জন্য নিজেদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *