ফ্লিপকার্টের বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ য়ারম্ভ হতে চলেছে ১৬ অক্টোবর। ৬-দিনের বিগ বিলিয়ন ডেজ বর্তমান ও নতুন গ্রাহকদের সামনে খুলে দেবে কেনাকাটার অসংখ্য সামগ্রীর বিপুল সম্ভার। সেইসঙ্গে ব্যবসাবৃদ্ধির সুযোগ পাবেন দেশের এমএসএমই ও অন্যান্য বিক্রেতারা। দ্য বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ফ্লিপকার্টের সঙ্গে ক্রিয়েটিভ অবতার রূপে দেখা যাবে অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, আলিয়া ভাট, রণবীর কাপুর, সুদীপ কিচ্ছা ও মহেশ বাবুর মতো সেলিব্রিটিদের।ফ্লিপকার্টের গ্রাহকরা ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ সেল চলাকালীন এসবিআই ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটায় ১০ শতাংশ ‘ইনস্ট্যান্ট ডিসকাউন্ট’ পাবেন। নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড ও অগ্রণী ব্যাংকগুলির ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করলে। পেটিএম ওয়ালেট ও পেটিএম ইউপিআই দ্বারা দাম মেটানোর ক্ষেত্রে নিশ্চিত ক্যাশ ব্যাকের সুবিধা প্রদানের ব্যাপারে ফ্লিপকার্ট ও পেটিএম’য়ের সম্পর্ক স্থাপন হয়েছে। এছাড়াও থাকছে ডেবিট কার্ড ইএমআই ও ফ্লিপকার্ট পে লেটার ব্যবহারের মাধ্যমে কেনাকাটার সুযোগ। ফ্লিপকার্ট প্লাস গ্রাহকরা বিগ বিলিয়ন ডেজের ‘আর্লি অ্যাক্সেস’ সুবিধা পাবেন একদিন আগে, অর্থাৎ ১৫ অক্টোবর।