স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ ই আগষ্ট ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরছে জলপাইগুড়ি শহরের ব্যবসায়ীরা। ৩০টি ব্যবসায়ী সংগঠনে যৌথ মঞ্চ ফোরাম অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্য বিকাশ দাশ বলেন ১৫ আগষ্ট উপলক্ষে বিগত ৫ বছর থেকে জলপাইগুড়ি শহরের সমস্ত ব্যবসা বন্ধ রাখা হয়ে আসছে। কারণ ব্যবসায়ীদের অধিকাংশই স্বাধীনতা দিবস পালন করেন এবং বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত হন।কিন্তু এবছর করোনার সংক্রমণ রুখতে গত কয়েক মাস ধরে সরকারি ভাবে লকডাউন করা হচ্ছে। ফলে সমস্ত প্রকার ব্যবসা ক্ষতির মুখে পরেছে। এই ক্ষতির দিক চিন্তা করে এবছর ১৫ আগষ্ট ব্যবসা বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।