হাথরসের নৃশংস ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া

উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনায় বর্বরতার সীমা ছাড়িয়ে গিয়েছে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে সারা দেশ। গণধর্ষণের পরে তরুণীর উপরে পাশবিক অত্যাচার চালায় ধর্ষকরা। অসুস্থ অবস্থাতেও ধর্ষকদের নাম জানিয়ে গিয়েছেন তরুণী। মঙ্গলবার ১৫ দিনের লড়াই-এর পরে দিল্লির সফদর জং হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অনুমতি ছাড়াই পুলিশ তাঁর দেহ পর্যন্ত দাহ করে দেয়।

এবার এই ঘটনায় সরব হলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কার দাবি চিৎকার শুনেও আইন মুখে কুলুপ এঁটে রয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়ঙ্কা লেখেন, “অসম্মান, অবমাননা, হেনস্থা, নৈরাশা, দুঃখ, অসহায়ত্ব এই আবেগগুলিই মাথায় ঘুরছে। ওদের সঙ্গে যা হল অমানবিক এবং বর্বরতার সীমা ছাড়ালো। কেন? বার বার। সবসময়ে মহিলা, বাচ্চা মেয়েরা অনবরত ধর্ষণের শিকার হয়ে চলেছে। আর কত জন নির্ভয়াকে এমন সহ্য করতে হবে? আর কত বছর ধরে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *