কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে নোকিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ভিআই-এর সিএসআর শাখা ভোডাফোন ইন্ডিয়া ফাউন্ডেশন চালু করল স্মার্ট এগ্রিকালচার সলিউশন। এই পাইলট প্রোজেক্ট বাস্তবায়িত হচ্ছে মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রের ১০০টি স্থানে, যার ফলে ৫০ হাজারেরও বেশি কৃষক তাদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন।
স্মার্টএগ্রি প্রোজেক্টের উদ্দেশ্য – আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত কৃষি ব্যবস্থা, আইওটি সলিউশনের প্রয়োগ ও তথ্যসংগ্রহের ক্ষমতাবৃদ্ধির দ্বারা ক্ষুদ্র কৃষকদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষির উন্নয়ন করা যায় তা প্রদর্শনের জন্য নোকিয়াকে আইওটি সলিউশন প্রোভাইডার হিসেবে সঙ্গে নিয়ে ভিআই সিএসআর মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রকে বেছে নিয়েছে। এই প্রোজেক্টের অঙ্গ হিসেবে ১ লক্ষ হেক্টর কৃষিজমিতে নানারকম তথ্য সংগ্রহের জন্য ৪০০ সেন্সর বসানো হয়েছে। সংগৃহিত তথ্য বিশ্লেষণ করা হবে ক্লাউড-বেসড ও লোকালাইজড স্মার্ট অ্যাপের মাধ্যমে।