স্মাইল ট্রেন শিলিগুড়িতে

সাম্প্রতিক অতিমারির কারণে স্বাস্থ্যক্ষেত্রে বন্ধ হয়ে থাকা সার্জারি পরিষেবা আবার চালু হচ্ছে। যথাযথভাবে কোভিড-১৯ সেফটি প্রোটোকল মেনে পশ্চিমবঙ্গের স্মাইল ট্রেনের পার্টনার হাসপাতালগুলিতে জন্মগত ক্লেফট লিপ ও প্যালেটের রোগীদের জন্য বিনামূল্যে ক্লেফট সার্জারি ফের শুরু হয়েছে। বিনামূল্যে ক্লেফট চিকিৎসার জন্য টোল ফ্রি ক্লেফট হেল্পলাইন নম্বর: ১৮০০ ১০৩ ৮৩০১।

বিগত ২১ বছরে স্মাইল ট্রেন ভারতে ছোটোদের জন্য ৬,২৫,০০০টিরও বেশি ক্লেফট সার্জারির সহায়তা দিয়েছে।ক্লেফট লিপ ও প্যালেটমুখের জন্মগত সমস্যা। এই সমস্যা সম্পূর্ণ দূর করা যায়, তবে সঠিক বয়সে চিকিৎসা না করা হলে অন্য নানারকম সমস্যা সৃষ্টিহতে পারে। এজন্য সার্জারি ও সংশ্লিষ্ট সবরকম পরিচর্যা প্রয়োজন। চিকিৎসা দেরিতে শুরু করলে তা শ্রুতিজনিত সমস্যা এবং রোগীর সামাজিক বিচ্ছিন্নতার কারণ হতে পারে। পশ্চিমবঙ্গে ছয়টি পার্টনার হসপিটালের নেটওয়ার্ক সম্পন্ন স্মাইল ট্রেন সারাবছর ক্লেফট সার্জারির সহায়তা প্রদান করে শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও মুর্শিদাবাদে। স্মাইল ট্রেনপশ্চিমবঙ্গে প্রায় ২৫,০০০ ফ্রি ক্লেফট সার্জারির সহায়তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *