অনবরত ওঠানামা করছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। চিন্তার ভাঁজ কপালে আসলেও পাশাপাশি স্বস্তির চিন্তাও নিঃশ্বাস ফেলছে চিকিৎসকরা। গত দু দিনের চিন্তার পর আবার কিছুটা স্বস্তি মিললেও আজকের করোনা সংক্রমনের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। যা গতকালের থেকে ২৪ শতাংশ কম। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭। এই সময় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। প্রায় চার দিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা সোমবার নেমেছিল ৫০০-র নীচে। মঙ্গলবারও তা ৫০০-র নীচেই রয়েছে। কোভিডের জেরে মোট প্রাণ গেল ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড মুক্ত হয়েছেন ৩৮ হাজার ৮৮৭ জন। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮ জন। করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেতে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। এখনও পর্যন্ত দেশে করোনা টিকা পেয়েছেন ৪৭ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ১১৪ জন।
প্রসঙ্গত, চলতি মাসেই ধেয়ে আসছে করোনার তৃতীয় ঢেউ! এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, অগাস্ট মাসে ফের একবার ঊর্ধ্বমুখী হবে করোনার গ্রাফ। এক থেকে দেড় লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, হায়দরাবাদ আইআইটি-র গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং আইআইটি কানপুরের মনীন্দ্র আগরওয়াল জানাচ্ছেন, তৃতীয় ঢেউয় শিখর ছোঁবে আগামী অক্টোবরে। অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন এইইএমএস – এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, লকডাউন সম্পর্কিত বিধিনিষেধে শিথিলতা এবং করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট, এই দুই কারণের জন্য তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। টিকা নেওয়ার বিষয়ে বিশেষ জোর দিয়েছেন এইইএমএস – এর ডিরেক্টর।