কিছুদিন আগেই লাদাখে ভারত ও চীন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা | তারপরেই কেন্দ্রীয় সরকার ৫৯টি চিনা অ্যাপ ব্যান করে | ওই অ্যাপগুলি ব্যান হয়ে যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন উঠেছিল সেগুলি ছাড়া চলবে কী করে ? ঘাটালের জলসরা রামকৃষ্ণ হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী অর্ণব মোদকের মনেও এসেছিল সেই একই ভাবনা | সে ভেবেছিল দেশীয় প্রযুক্তিতে মানুষের সুবিধার্থে নতুন অ্যাপ বানাবেন | সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তিনি বেশ কয়েকমাস দিনে ১৬-১৮ ঘন্টা খেটে তৈরী করেছেন ‘দৃষ্টি’ অ্যাপ