এমফাইন-এর সঙ্গে এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই। এমফাইন হল দেশের প্রথম এআই-চালিত হেলথকেয়ার প্লাটফর্ম, যা রোগীদের সঙ্গে বিখ্যাত হসপিটাল চেইনগুলির চিকিৎসকদের তাৎক্ষণিক যোগাযোগ করিয়ে দেয়। এমফাইন অ্যাপের মাধ্যমে ভিআই গ্রাহকরা তাদের পছন্দমতো কোনও হাসপাতালের চিকিৎসককে বেছে নিয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন। রোগীরা সরাসরি চিকিৎসকদের সঙ্গে চ্যাট বা ভিডিয়োতে আলোচনা করে প্রেসক্রিপশন গ্রহণে সক্ষম হবেন। ভারতের ৬০০টিরও বেশি নামী হাসপাতালের ৩৫টি বিভাগের সেরা চিকিৎসক-সহ ৪০০০-এরও বেশি চিকিৎসককে এমফাইন-এ পাওয়া যাবে। এমফাইন অ্যাপ রোগীদের ইমেজ, আগের মেডিক্যাল রেকর্ড ও প্রেসক্রিপশন আপলোড করার সুবিধাও দেয়।
এই পার্টনারশিপ প্রসঙ্গে এমফাইন-এর চিফ বিজনেস অফিসার ও ফাউন্ডিং মেম্বার অর্জুন চৌধারি এবং ভিআই-এর চিফ মার্কেটিং অফিসার অবনীশ খোসলা বলেন, উভয় সংস্থার পার্টনারশিপের ফলে প্রয়োজনের সময়ে যে কেউ উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন।