এশিয়ার দ্রুত বর্ধনশীল ল্যামিনেট প্রস্তুতকারক স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ ‘মডিফায়েড সলিড সারফেসেস’ আনার পরিকল্পনা নিয়েছে, যা ভারতে ইউরোপিয়ো যন্ত্রপাতি দ্বারা সজ্জিত সর্বপ্রথম কারখানায় তৈরি হবে। এর ব্র্যান্ড নাম হবে মার্ভেলা। স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর মানব গুপ্তা বলেন গৃহসজ্জার পক্ষে আদর্শ হবে ‘মডিফায়েড সলিড সারফেসেস’। এগুলি গৃহস্থালীর নিত্য ব্যবহার্য ক্লিনিং এজেন্ট প্রতিরোধক। দীর্ঘস্থায়ী এই সলিড সারফেস কড়া কেমিক্যালেও ক্ষতিগ্রস্ত হয়না ও পালিশ অক্ষুণ্ণ থাকে।
স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী তৈরি করে, যার মধ্যে রয়েছে হাই-প্রেসার ল্যামিনেট, আক্রিলিক সলিড সারফেস, মডিফায়েড সলিড সারফেস ও প্রি-ল্যাম বোর্ড। এগুলির দ্বারা ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ফিনিশড প্রোডাক্টের কমপ্লিট সলিউশন প্রদান করে এই কোম্পানি। বর্তমানে স্টাইল্যাম বিশ্বব্যাপী বিস্তৃতির লক্ষ্যে ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার ৬৫টিরও বেশি দেশে পৌঁছে যাচ্ছে। এইসব ফিনিশ প্রস্তুতের ক্ষেত্রে স্টাইল্যাম গ্রুপ হল হট কোটিং প্রসেস টেকনোলজির গ্লোবাল পায়োনিয়ার। এর পেটেন্ট দিয়েছে ইউরোপের অগ্রণী ইন্ডাস্ট্রিয়াল ইনোভেটর ‘ক্লেইবারিট অ্যান্ড বার্বেরান’।