২০০৫-এ সৌরভকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য সচরাচর কাঠগড়ায় তোলা হয় গ্রেগ চ্যাপেলকে। সৌরভ জানান, একা চ্যাপেল দায়ি ছিলেন না তাঁর বাদ পড়ার জন্য।সৌরভ বলেন, ‘আমি একা গ্রেগ চ্যাপেলকে দোষ দিতে চাই না। অবশ্যই কোচই এটা শুরু করেছিল। তবে আমি জানি, অন্যরাও সাধু ছিল না। একজন বিদেশি কোচ, যাঁর দল নির্বাচনে কথা বলার অধিকার নেই, সে একজন ভারত অধিনায়ককে দল থেকে বাদ দিতে পারে না। আমি বুঝেছিলাম যে, গোটা সিস্টেমের সমর্থন ছাড়া এটা সম্ভব নয়। আমাকে বাদ দেওয়ার পিছনে সবাই জড়িত ছিল। তবে আমি চাপের মুখে ভেঙে পড়িনি। নিজের উপর বিশ্বাস হারাইনি। বরং নিজের ক্ষমতার উপর আমার গভীর আস্থা ছিল। সেকারণেই কামব্যাক করতে পেরেছিলাম।’
একজন বিদেশি কোচ, যাঁর দল নির্বাচনে মাথা গলানোর অধিকার নেই, তিনি কীভাবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে দল থেকে বাদ দিতে পারেন? বোর্ডের সমর্থন ও মদত না থাকলে তাঁকে শুধু নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়াই নয়, এমনকি দল থেকে ছেঁটে ফেলা সম্ভব হতো না গ্রেগ চ্যালেপের পক্ষে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ক্রিকেটার জীবনের সবথেকে কঠিন সময় নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন। তাঁর স্পষ্ট মত, তাঁর সঙ্গে এমন অন্যায় আচরণে বিসিসিআইয়ের গোটা সিস্টেমই জড়িত ছিল।