সোমেন মিত্রের স্ত্রী-এর রাজ্যের শাসক শিবিরে যোগদানের জল্পনা সত্যি হতে চলেছে

অনেকদিন ধরেই মাথাচাড়া দিয়েছিলো তার দল বদলের জল্পনা৷ তার আদতে তা সত্যি হতে চলেছে৷ বিধানসভা ভোটের আগে থেকেই শোনা যাচ্ছিলো রাজ্যের শাসক দলে যোগ দিতে চলেছেন প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র৷ কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস যোগ দিতে চলেছেন তিনি৷ আজ সোমবারই তৃণমূল কংগ্রেসের হাত ধরেই বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল হতে চলেছেন তিনি৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই শিখা মিত্রের সঙ্গে দেখা করেছেন সাংসদ মালা রায়৷ তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বলেও খবর৷ উল্লেখ্য, কিছু দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কড়া চিঠি লিখে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন সোমেন পুত্র রোহন মিত্র৷ এবার শিখা মিত্র বলছেন, একমাত্র বিজেপি’র রথ রুখতে পারবেন মমতাই৷ অন্যদিকে জানা যাচ্ছে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা জনপ্রিয় নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে ফোন করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি ‘বঙ্গ জননী বাহিনী’তে তাঁকে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন৷ যা বঙ্গ রাজনীতিতে নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, গত মাসে মুকুল রায়ের সঙ্গে শিখা মিত্রর কথা হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও শিখার ঘনিষ্ঠ মহলের দাবি, মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণাদেবীর প্রয়াণের পর এটা ছিল সৌজন্যমূলক ফোন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম ছিল শিখা মিত্রের। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেওয়ার কথাও ভেবেছিল বিজেপি৷ কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান শিখা। অনেকেই মনে করেন, তৃণমূলের প্রতি কিছুটা হলেও নরম তিনি। প্রসঙ্গত, শিখা মিত্র ও রোহন মিত্রকে বিজেপিতে আনার যথেষ্ট চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারীও৷ কিন্তু শিখা তৃণমূলে যোগ দিলে ব্যর্থ হবে সেই প্রচেষ্টা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *