‘সোনি রিসার্চ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ (সোনি রিসার্চ ইন্ডিয়া) নামে একটি গবেষণামূলক কোম্পানি স্থাপন করা হল সোনি কর্পোরেশনের (সোনি)–এর পক্ষ থেকে। এই নতুন কোম্পানি কার্যকর হয়েছে ১ জুলাই থেকে। সোনির গ্লোবাল আর-অ্যান্ড-ডি সেন্টারসমূহের অংশ হিসেবে সোনি রিসার্চ ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত হচ্ছে আর-অ্যান্ড-ডি সেন্টার ইন্ডিয়া বেঙ্গালুরু ল্যাবরেটরি ও মুম্বই ল্যাবরেটরি। সোনি রিসার্চ ইন্ডিয়া স্থাপনের মাধ্যমে সোনি তার গবেষণার উৎকর্ষ আরও বৃদ্ধি করতে চলেছে। একইসঙ্গে লক্ষ্য রয়েছে তার এন্টারটেইনমেন্ট ও ইলেক্ট্রনিক্স বিজনেস গ্রুপগুলির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। সোনির গবেষণার উদ্দেশ্য সামাজিক ক্ষেত্রে সৃষ্টিশীল মনোরঞ্জন ও মেডিক্যাল/লাইফ সায়েন্স ইন্ডাস্ট্রির উন্নতি সাধন করা। সোনি রিসার্চ ইন্ডিয়াতে অ্যাপ্লায়েড এআই ও ডেটা অ্যানালিটিক্সে কর্মসংস্থানেরও প্রভূত সুযোগ থাকবে।