সোনি ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ অ্যান্ড্রয়েড টিভি

আকর্ষণীয় পিকচার কোয়ালিটি ও লাইফ-লাইক সাউন্ড-সহ সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ টেলিভিশন। এই নতুন ৮০সিএম (৩২) স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির ব্যবহারকারীরা অ্যাডভান্সড ভয়েস কন্ট্রোল ও বিল্ট-ইন ক্রোমকাস্ট ব্যবহার করে অ্যাপস বা ব্রডকাস্ট থেকে মুভি ও শো উপভোগ করতে পারবেন।

ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ হল প্রথম ৮০সিএম (৩২) স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি যাতে রয়েছে ৫০০০-এরও বেশি অ্যাপ ও বিল্ট-ইন ক্রোমকাস্ট। সেইসঙ্গে রয়েছে বিল্ট-ইন গুগল অ্যাসিস্ট্যান্ট। শুধু নিজের ভয়েস ব্যবহার করে এই টিভি থেকে পছন্দের অনুষ্ঠান খুঁজে নিয়ে উপভোগ করা যাবে। সোনির এই নতুন টিভিতে রয়েছে সুন্দর ছবির জন্য এইচডিআর পিকচার প্রসেসর, লাইভ কলার ফিচার, ফুল এইচডি ক্ল্যারিটি এবং স্বাভাবিক আওয়াজের জন্য ক্লিয়ার ফেজ ডলবি অডিয়ো।

সোনির নতুন টিভি (কেডি- ৩২ডব্লিউ৮৩০) ১৫ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালসমূহে, বেস্ট বাই প্রাইস ৩০,৯৯০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *