সোনির আরও একটি অয়্যারলেস হেডফোন

সোনি ইন্ডিয়া নিয়ে এল একটি নতুন ‘ট্রুলি অয়্যারলেস হেডফোন’ – ‘ডব্লিউএফ-এইচ৮০০’। এই হেডফোনটি এমনভাবে ডিজাইন করা যে ব্যবহারকারী ইচ্ছেমতো চলাফেরা করতে পারবেন। এই হেডফোনের ব্যাটারি লাইফ ১৬ ঘন্টা। ট্রাই-হোল্ড স্ট্রাকচার বিশিষ্ট এই হেডফোন কানের তিনটি পয়েন্টে আরামদায়কভাবে লেগে থাকে। এর ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন এইচএক্স ডিজিটাল মিউজিক ফাইলগুলিকে খুব ভালভাবে পুণরুদ্ধার করতে পারে। গুগল অ্যাসিস্ট্যান্ট, আলেক্সা ও সিরি’র মাধ্যমে যোগাযোগ রাখা যায় বলে ব্যবহারকারীর কাছে খুবই সুবিধাজনক এই হেডফোনটি।  ২৪ সেপ্টেম্বর থেকে কালো রঙের ডব্লিউএফ-এইচ৮০০ ট্রুলি অয়্যারলেস হেডফোনটি পাওয়া যাচ্ছে শুধুমাত্র ফ্লিপকার্ট ও নির্বাচিত সোনি রিটেল স্টোর্সে (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ)। বেস্ট বাই প্রাইস ১৪,৯৯০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *