সংগঠনকে আরো মজবুত করতে আরএসএসের ধাঁচে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল

রাজ্যে তৃণমূলের সংগঠনকে আরো মজবুত করতে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল। প্রশান্ত কিশোর এমনই পরিকল্পনা জানিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। আগামী বিধানসভা নির্বাচন এবং বাংলায় তৃণমূলের সংগঠনকে শক্তপোক্ত করতে এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর।

ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার আরএসএস ও বিজেপির ধাঁচে বাংলাতেও এরকম ডেডিকেটেড কর্মী রাখার কথা ভাবছে। এদিকে বাংলায় সাংগঠনিক ক্ষমতা বাড়াতে তরুণ যুব সমাজকে কাছে টানার পরিকল্পনাও নিয়েছে তৃণমূল। পিকের মস্তিস্কপ্রসূত এই পরিকল্পনায় তরুণ সমাজকে তৃণমূলে টানতে যুববাহিনী ও যুবশক্তি নামে কর্মশালা ও কর্মসূচি নিয়ে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া মা-মাটি-মানুষের সরকার।

সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের আগেই জেলায় জেলায় হোলটাইমার রাখতে চলেছে তৃণমূল। বাংলার প্রতি অগাধ আনুগত্য এবং বাংলার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সমাজসেবা মূলক কাজে যাদের আগ্রহ বেশি রয়েছে যে কর্মীদের মধ্যে তাদেরকেই প্রাথমিকভাবে প্রতি জেলায় পাঠানো হবে। জেলায় পাঠানোর আগে কাজের ধরন নিয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করবে পিকে ও তাঁর টিম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *