“সাথে স্বজন, পাশে স্বজন” মুষ্টিমেয় শিক্ষক দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই করোনা সময়কালে সমাজসেবা মুলক কাজ সংগঠিত করে চলেছে। ব্যাতিক্রম নয় আজও। সোমবার সেই শিবমন্দিরের শিক্ষক দ্বারা পরিচালিত এই সংস্থা শতাধিক শিশুর হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেন। তাদের মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাগডোগরা যুব সমাজ। এদিনের এই কর্মসুচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রান কুমার রায়, প্রসুন সুন্দর তরফদার, মিজানুর আলি, শর্মিষ্ঠা চন্দ।সংস্থার পক্ষ থেকে মিজানুর আলি জানান, শুধু শিশুদের পুষ্টিকর খাদ্যই নয়, করোনায় আক্রান্ত কোন রোগীর যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাদের সংস্থার পক্ষ থেকে তারও ব্যাবস্থা গ্রহন করবে।