শিলিগুড়িতে বুটিকস অব ইন্ডিয়ার প্রদর্শনী

ষষ্ঠ বুটিকস অফ ইন্ডিয়া প্রদর্শনী আরম্ভ হয়েছেকোর্টইয়ার্ডের তিস্তা হলে। বুটিকস অফ ইন্ডিয়ার ডিরেক্টর শ্রীমতি মীরা দেবী আগরওয়ালদুদিনের এই প্রদর্শনী উদ্বোধন করেছেন। এবারের প্রদর্শনীতে ৪৫টি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড যোগ দিয়েছে। শিলিগুড়িতে এবারের প্রদর্শনীতে যেসব ব্র্যান্ডের দেখা পাওয়া যাচ্ছে সেগুলির মধ্যে রয়েছে রীতু কুমার, লা ক্রিম বাই সাবরা, ক্রাতি জৈন, গীত অরোরা, ফ্লন্ট, ডিজায়ার, কাধুয়া বেনারস বাই অভিলাষ পোদ্দার, কোকিলা সিল্ক, মহাবীর ধনওয়ার, জুয়েল ইট আপ, ইধিয়ান হ্যান্ডিক্র্যাফটস ইত্যাদি।

বুটিকস অফ ইন্ডিয়ার সিইও ও ফাউন্ডার সঞ্জয় আগরওয়াল জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বাছাই করা ব্র্যান্ডের প্রদর্শনীর জন্য বুটিকস অফ ইন্ডিয়া সুপরিচিত। এবারও ক্রেতার হতাশ হবেন না। তাদের জন্য আনা হয়েছে কোয়ালিটি, ডিজাইন ও মূল্যের দিক থেকে মরশুমের সেরা পণ্যের সম্ভার। অন্যদিকে, প্রদর্শনী উপলক্ষে বুটিকস অফ ইন্ডিয়ার তরফে লেডিস সার্কেল ইন্ডিয়ার মাধ্যমে দুইটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে লাইটহাউস দিশাকে। এজন্য শিলিগুড়ি লেডিস সার্কেল ১৪০-এর পক্ষ থেকে চেয়ারপার্সন অংশু আগরওয়াল বুটিকস অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *