শিলিগুড়িতে ফ্রাটেলি ওয়াইনসের ‘টিল্ট’

এবার শিলিগুড়িতে আসতে চলেছে ভারতের সবথেকে বড় ব্যক্তিমালিকানাধীন ওয়াইন এস্টেট ফ্রাটেলি ভাইনইয়ার্ডসের ‘টিল্ট’ (ওয়াইন ইন আ ক্যান)। টিল্ট যেমন ফ্রেশ, তেমনই অ্যারোম্যাটিক। ফ্রাটেলি ভাইনইয়ার্ডসের টিল্টের গুণগত মান খুবই ভাল। ফ্রাটেলি এতে বিভিন্ন ফলের অ্যারোমা যেমন ধরে রাখতে পেরেছে তেমনই ভাল ওয়াইনের তিনটি পিলারের সঠিক ব্যালান্স নিশ্চিত করেছে – সুইটনেস, অ্যাসিডিটি ও ট্যানিন। ভেগান ও গ্লুটেন-ফ্রি টিল্ট পাওয়া যাবে আলো-হাওয়া রোধক ২৫০-মিলি ইকো-সেন্সিটিভ ক্যানে। চারটি ভেরিয়েন্টে পাওয়া যাবে টিল্ট – টিল্ট রেড, টিল্ট হোয়াইট, টিল্ট বাবলি ও টিল্ট বাবলি রোজ। ক্যান-প্রতি দাম ১৬০ টাকা থেকে ২৩০ টাকা। শহরের অগ্রণী আউটলেটগুলিতে শীঘ্রই এসে যাবে টিল্ট।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *