শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন

শহর কলকাতার জল জমার সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে সাধারণ মানুষের থেকে সামান্য সময় চেয়েছিলেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। এবার শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, কলকাতা এবং সংলগ্ন এলাকায় ২৬৭ কিলোমিটার দীর্ঘ খালগুলির অবস্থা খতিয়ে দেখার জন্য ৩০০টি আলাদা আলাদা সমীক্ষা করা হবে। অর্থাৎ ৩০০টি পয়েন্টে আলাদা আলাদা করে চালানো হবে সমীক্ষা। এই উদ্যোগ প্রসঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী।

সূত্রের খবর, কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার পুর এলাকাগুলিতেও এই সমীক্ষা চালানো হবে। কলকাতার যে সমস্ত খালগুলোতে সমীক্ষা করা হবে তার মধ্যে রয়েছে এস ডব্লিউ এফ ক্যানেল , এল ডব্লিউ এফ ক্যানেল , বেলেঘাটা খাল এবং টালি নালা। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার উদয়পুর , বাগজোলা এবং কেষ্টপুর খাল, দক্ষিণ ২৪ পরগনার বেগোর খাল, চড়িয়াল এবং মণি খাল। চলতি মাসের মধ্যেই এই সমীক্ষার কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *