‘লিডার্স অ্যাওয়ার্ড’ পেল এইচসিসিবি ফ্যাক্টরি

ফ্রস্ট অ্যান্ড সুলিভান ও টেরি (Frost & Sullivan and TERI) ভারতের শীর্ষস্থানীয় পাঁচটি এফএমসিজি কোম্পানির অন্যতম হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস’কে (এইচসিসিবি) তার ‘সাস্টেইনাবিলিটি প্র্যাক্টিসে’র জন্য ২০২০ সালের ‘লিডার্স অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মান জানাল। ‘এফএমসিজি সেক্টর অব সাস্টেইনাবিলিটি ৪.০ অ্যাওয়ার্ডস’-এর অধীনে মিডিয়াম বিজনেস ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হল এইচসিসিবি’র নিয়মিত ও পরিকল্পিতভাবে ‘গ্রিন ম্যানুফ্যাকচারিং প্র্যাক্টিস’ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ। উল্লেখ্য, বর্তমান অতিমারিজনিত পরিস্থিতির কারণে এবছর অ্যাওয়ার্ডসের ১১তম সংস্করণ হয়েছে ভার্চুয়ালি, যেখানে অংশগ্রহণকারী ও ডেলিগেটগণ অনলাইনে সম্মিলিত হয়েছিলেন। 

পুরস্কার পাওয়ার জন্য জলপাইগুড়ির এইচসিসিবি’র ফ্যাক্টরি মোট স্কোর ১২০০’র মধ্যে সর্বাধিক স্কোর অর্জন করেছে তার ক্যাটাগরির ১২৫টিরও বেশি টাচ-পয়েন্ট পূর্ণ করায়। মূল্যায়ণের ভিত্তি ছিল সাস্টেটেইনাবিলিটি এক্সেলেন্স মডেলের চারটি প্রধান প্যারামিটার – পারপাস, পার্টনারশিপ, প্ল্যানেট ও পিপল এবং ১৩টি সাব-প্যারামিটার। মূল্যায়ণের অন্তর্ভুক্ত ছিল একটি নিরপেক্ষ বিচারকমন্ডলীর ফ্যাক্টরি পরিদর্শন। এইচসিসিবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর (সাপ্লাই-চেইন) অলোক শর্মা জানান, তাদের বিজনেস স্ট্রাটেজির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল সাস্টেইনাবিলিটি। জলপাইগুড়ির ফ্যাক্টরি এই পুরস্কার পাওয়ায় এবার তারা চেষ্টা চালিয়ে যাবেন যাতে অন্যত্রও তাদের এরকম সাফল্য মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *