নয়া দিল্লি: করোনা ভাইরাসকে রুখতে জারি লকডাউনের (Coronavirus Lockdown) মেয়াদ দিল্লিতে আর বাড়ানো হবে না, শুক্রবার স্পষ্ট করেই জানালো কেজরিওয়াল সরকার। গত কয়েকদিন ধরে যেভাবে দেশের রাজধানীতে ওই মারণ ভাইরাসের (Coronavirus) সংক্রমণ হু-হু করে বেড়েছে তাতে ক্রমেই লকডাউনের মেয়াদ বাড়ানোর জল্পনা আরও প্রবল হচ্ছিল। সেই জল্পনার মুখ বন্ধ করে দিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানালেন, “না, লকডাউনের মেয়াদ আর বাড়ানো হবে না”। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, করোনার ( COVID-19) সঙ্গে এবার সরাসরি লড়তে হবে।
“লকডাউন আর বাড়ানো হবে না”, করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বললেন মন্ত্রী
