কেএফসি ইন্ডিয়া স্থানীয় খাদ্য ব্যবসায়ীদের সহায়তার জন্য চালু করল ইন্ডিয়া সহযোগ প্রোগ্রাম। এর লক্ষ্য হল স্থানীয় ও স্মল ফুড জয়েন্টগুলিকে তাদের ব্যবসা ফের বাঁচিয়ে তোলায় সাহায্য করা। এর ফলে তারা কোভিড-১৯ জনিত মন্দা কাটিয়ে উঠতে পারবেন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) ও ন্যাশনাল রেস্টুর্যান্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) এই কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করবে। ভারতের ফুড ইন্ডাস্ট্রির বৃদ্ধির সহায়ক হবে কেএফসি-র ইন্ডিয়া সহযোগ উদ্যোগ।
কর্মসূচির প্রথম পর্যায়ে দিল্লি, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের কিছু নির্বাচিত রেস্টুর্যান্ট বিশেষভাবে পরিকল্পিত রেস্টুর্যান্ট ব্যবসা সম্পর্কিত ট্রেনিং মডিউলের সুবিধা পাবে। ট্রেনিং মডিউলে থাকছে বিক্রয় বৃদ্ধি ও কাস্টমার সার্ভিস, মুনাফার উন্নতি, ফুড সেফটি, হাইজিন ও স্যানিটেশন। মডিউলের সমাপ্তির পর এফএসএসএআই, এনআরএআই এবং কেএফসি থেকে সার্টিফিকেট পাবেন অংশগ্রহণকারী খাদ্য ব্যবসায়ীরা।