রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ

রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও গুণগত মান বজায় না রেখে কাজ করার মতো অভিযোগ মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে নুনাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত দত্ত মলসম পাড়া থেকে নবঞ্জয় বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের কাজ চলছে।কাজে ব্যবহৃত সামগ্রী অতি নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে এলাকাবাসীদের তরফ থেকে।

তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত প্রত্যন্ত এলাকার মধ্যে মুঙ্গিয়াকামী ব্লকের কাঁকড়া ছড়া, নুনাছড়া, নবঞ্জয়পাড়া এগুলি খুবই পরিচিত নাম। একটা সময় ছিল যে সময় ঐ অঞ্চলে যোগাযোগের কোন মাধ্যম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের চাহিদার দরুণ আজ সেসব অঞ্চলে গাড়ি করেই যাওয়া যায়।

বর্তমানে পিচ ঢালাই রাস্তা রয়েছে ঐ এলাকায়। এই সকল এলাকার রাস্তাগুলি সংস্কারের জন্য অর্থ ও কাজের জন্য সংস্থাও রয়েছে। যার চুক্তি রয়েছে পাঁচ (৫) বছরের জন্য। সেই মোতাবেক যখনই সংস্কারের প্রয়োজন হবে তখনই সংশ্লিষ্ট সংস্থার সংস্কারের কাজে হাত দিতে হবে। সেই চুক্তি অনুযায়ী সংস্কারের কাজে হাত দেওয়া হয়।
কিন্তু এলাকাবাসীদের তরফ থেকে অভিযোগ উঠছে রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রী গুলি অতি নিম্নমানের।তাছাড়া রাস্তার পাশে কোন প্রকার প্রটেকশন ব্যবহার না করেই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করছে এলাকাবাসীরা।

ফলে রাস্তা সংস্কার করা হলেও অল্প কিছুদিনের মধ্যে পুনরায় রাস্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে।এছাড়া রাস্তার পাশে কোন প্রকার প্রটেকশন ওয়াল ব্যবহার না করায় যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে।


উল্লেখ্য, কাঁকড়া ছড়া থেকে নবঞ্জয়পাড়া প্রায় ৭.৮২৯ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা সংস্কারের জন্য নির্মাণ খরচ বাবদ ধরা হয়েছে প্রায় আনুমানিক তিন কোটি টাকা ২০১৬-১৭ অর্থবছরের পাঁচ বছরের সংস্কারের জন্য। এই কাজটি প্রধানমন্ত্রী সড়ক যোজনা অন্তর্গত কাজটি দায়িত্ব পেয়েছে অপু দে নামে এক ঠিকেদার।[deep]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *