রাজ্য সরকারের বন সহায়ক পদের লিখিত পরীক্ষায় এবার সংযুক্ত হচ্ছে রাজবংশী-কামতপুরী ভাষা !

রাজ্য সরকারের বন সহায়ক পদের লিখিত পরীক্ষায় এবার সংযুক্ত হচ্ছে রাজবংশী-কামতপুরী ভাষা।এবার থেকে উত্তরবঙ্গের পরীক্ষার্থীরা তাদের মাতৃভাষা রাজবংশীতে লিখিত পরীক্ষা দিতে পারবে এমনটাই জানা গেছে রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এক্ট 1961 এর নথিভুক্ত ভাষা গুলিতেও এবার পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা।ফলে পরীক্ষার্থীরা এবার বাংলা হিন্দি নেপালির সঙ্গে রাজবংশী-কামতাপুরী ভাষাতেও পরীক্ষা দিতে পারবে ।রাজবংশী-কামতাপুরী ভাষা রাজ্যের অষ্টম তপশীলে সংযুক্ত এবং স্বীকৃত ভাষা। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের পরীক্ষার্থীরা তাদের নিজস্ব রাজবংশী-কামতপুরী ভাষায় স্কুলে পঠনপাঠন সহ পরীক্ষায় এই ভাষাকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন করছে।এর ফলে উপকৃত হবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের ভূমিপুত্র রাজবংশী-কামতপুরী সম্প্রদায়ের মানুষর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *