ম্যানকাইন্ড ফার্মার ‘হেলথ ওকে’ ট্যাবলেট

২০১৩ সাল থেকে ম্যানকাইন্ড ফার্মার ‘হেলথ ওকে’ মাল্টিভিটামিন ট্যাবলেট ড্রাগ ক্যাটাগরিতে থাকলেও তা বর্তমানে ওটিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়েছে ফুড সাপ্লিমেন্ট হিসেবে। এই কোম্পানির এক বিস্তৃত রেঞ্জের জনপ্রিয় ওটিসি প্রোডাক্টস রয়েছে। ম্যানকাইন্ড ফার্মা বর্তমানে তাদের ওটিসি রেঞ্জের প্রসার ঘটাচ্ছে।

‘হেলথ ওকে’ – প্রাকৃতিক জিনসেং ও টাউরিন সমৃদ্ধ এই মাল্টিভিটামিন ও মিনারেল ট্যাবলেট মডার্ন লাইফস্টাইল সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে ও শক্তি জোগায়। এই প্রোডাক্টটি সম্পর্কে মানুষকে অবহিত করতে বয়স-জয়ী অনিল কাপুর ও আইকনিক ইউথ সুপারস্টার রনবীর সিংকে একসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আনা হয়েছে। তাঁরা হেলদি ও এনার্জেটিক লাইফস্টাইলের বার্তা প্রচার করবেন। ‘হেলথ ওকে’ ট্যাবলেটে থাকা ২০টি ভিটামিন ও মিনারেল সামগ্রিক স্বাস্থ্যরক্ষা করে এবং ভিটামিন সি, ডি ও জিংক ইমিউনিটি বাড়ায়। যখন কোভিড-১৯ জনিত অতিমারির কবল থেকে রক্ষা পেতে মানুষ বেশিমাত্রায় প্রিভেন্টিভ হেলথকেয়ারের দিকে ঝুঁকছেন, ঠিক তখন ম্যানকাইন্ড ফার্মা এরকম সিদ্ধান্ত নিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *