মোদী সরকারের মন্ত্রী সভায় বাংলার মুখ

সবেমাত্র গঠিত হয়েছে কেন্দ্র সরকারের নতুন মত্রিসভা। যেখানে স্থান পেয়েছে নতুন অনেক মুখ। যার মধ্যে জায়গা করে নিয়েছে বাংলার চার মুখ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মন্ত্রিসভার রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নতুন ক্যাবিনেটে বাংলা থেকে চার জন নতুন মুখ যুক্ত করেছেন। রাজ্যে বিজেপির ১৮জন সাংসদ আছেন। মোদী তার মধ্যে পছন্দ করেছেন ৪জনকে।এদিন নতুন করে ৪৩ জন শপথ নেওয়ায় মোদি মন্ত্রিসভায় মোট সদস্য হলেন ৭৭ জন। এদের প্রায় অর্ধেকই একেবারে নতুন মুখ। এই মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, তারুণ্য, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি জাতিগত সমীকরণের দিকে নজর রেখেছে গেরুয়া শিবির। স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্তটি ২০২৪ সালের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে রাজ্যে বিজেপির অবস্থানকে সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রিত্ব পেলেন বাংলার চার সাংসদ- সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর। তবে তাঁরা সকলেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। মতুয়া মহাসংহকে সামনে রেখে মন্ত্রীসভায় তুলে আনা হয়েছে শান্তনু ঠাকুরকে। জন বারলা, চা-বাগানের এক নেতা। তিনি স্থানীয় উপজাতিদের সঙ্গে আত্মিক সম্পর্ক রাখেন। ইদানিং উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করার দাবিতে সরব হয়েছিলেন। নিশীথ প্রামানিক কোচবিহারের এক রাজবংশী নেতা। তিনি লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন। লোকসভায় তিনি জিতেছিলেন। ইদানিং, বিধানসভাতেও তিনি জেতেন। তবে, সম্প্রতি বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ হিসাবে কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। বাঁকুড়ার বিজেপি নেতা, জঙ্গলমহলের মানুষ ডা. সুভাষ সরকারও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *