গতকাল জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে মুখ্যমন্ত্রী জনসভা সেরে হেলিকপ্টারে ফেরার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দূর্যোগের মধ্যে পড়ে। জরুরী অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমড়ে চোট পান মুখ্যমন্ত্রী। আর তাই বুধবার সকালে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মন্দিরে পূজা দিলেন। এদিন ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের ভান্ডানী মন্দিরে গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী সহ তৃণমূল নেতারা ৫০ টা ঢাক নিয়ে মন্দিরে পূজা দেন।মুখ্যমন্ত্রীর সুস্থতার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের জয়ের কামনা করেন তারা। মন্দিরে পুজো দেওয়ার পর গোটা ভান্ডানী বাজার এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের ৪ নং আসনের প্রার্থী মমতা সরকার বৈদ্য, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস, আইএনটিটিইউসি নেতা আলম রহমান সহ অনে