মাসাই স্কুলের ‘স্টাডি নাও, পে লেটার’ মডেল

ভারতে সাধারন মানুষের কাছে সামাজিক অবস্থান ও আর্থিক বাধা শিক্ষাগ্রহণের পথে স্বাভাবিক বাধা হিসেবে পরিচিত। এই পরিস্থিতি দূরীকরণের প্রয়াসে মাসাই স্কুল ইনকাম শেয়ারিং এগ্রিমেন্ট (আইএসএ) বা ‘স্টাডি নাও, পে লেটার’ মডেল চালু করেছে। মাসাই স্কুল-এর সিইও ও কো-ফাউন্ডার, প্রতীক শুক্লা বলেন, “একটি জব-রেডি ওয়ার্কফোর্স গঠনের জন্য সঠিক দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনই প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, তাই কর্মপ্রাথীদের উচিত তাদের দক্ষতার ভিত এমন করা যাতে তা ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী হয়। মাসাই স্কুলে আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকে কর্মে নিযুক্ত হওয়ার জন্য প্রস্তুত পেশাদার হিসেবে সঠিক দক্ষতা শিক্ষা ও সার্বিক উন্নয়নের অভিজ্ঞতা অর্জনের জন্য কর্মপ্রার্থীরা যেন তাদের পেশাগত পোর্টফোলিও ঠিক ও উন্নত করতে পারেন। আমাদের প্রোগ্রামগুলির মাধ্যমে আমাদের লক্ষ্য হল তাদের ক্ষমতায়িত করা, যাতে তারা কর্মজীবনের লক্ষ্যপূরণে সফল হতে পারেন।”

মাসাই স্কুলের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের জুন মাসে, ব্যাঙ্গালোরে। তার একটি শাখা রয়েছে পাটনাতেও। তার লক্ষ্য হল আগামী মাসগুলিতে ১০০০-এরও বেশি শিক্ষার্থীকে স্নাতক করা। মাসাই স্কুলের ৬-৮ মাসব্যাপী দীর্ঘ ইন্টেন্সিভ কোডিং প্রোগ্রামসে অন্তর্ভুক্ত হয়েছে টেক স্কিলস ছাড়াও সফট স্কিলস ও অ্যানালিটিক্যাল থিঙ্কিং ট্রেনিং। বর্তমানে, তাদের কোর্সসমূহে রয়েছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট ও ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। এরউপরে পরিকল্পনা রয়েছে আগামী মাসগুলিতে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন (ইউএক্স), ফ্রন্টএন্ড অ্যান্ড ইউআই ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ও আরও অনেক প্রোগ্রাম লঞ্চ্‌ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *