মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড আজ সুপার ক্যারি’র বিএস৬ বিধিসম্মত এস-সিএনজি ভেরিয়েন্ট লঞ্চ্ করল। এর দাম ৫০৭,০০০ টাকা। মারুতি সুজুকি সুপার ক্যারি হল প্রথম লাইট কমার্সিয়াল ভেহিকেল যা বিএস৬ ইঞ্জিনে উন্নীত হল। ২০১০ সালে সিএনজি ভেহিকেল চালু করার মাধ্যমে ‘গ্রিন মোবিলিটি’তে প্রবেশ করেছে মারুতি সুজুকি। ইতিমধ্যে এক মিলিয়ন গ্রিন ভেহিকেল (সিএনজি, স্মার্ট হাইব্রিড ভেহিকেল-সহ) বিক্রয়ের পর মারুতি সুজুকি তার ‘মিশন গ্রিন মিলিয়ন’-এর অধীনে এগিয়ে চলেছে আগামী বছর দু-একের মধ্যে ‘নেক্সট ওয়ান মিলিয়ন’ গ্রিন ভেহিকেল বিক্রয়ের লক্ষ্য নিয়ে। দেশের প্রথম ৪-সিলিন্ডার শক্তিসম্পন্ন মিনি-ট্রাক কমার্সিয়াল ভেহিকেল সুপার ক্যারি’র সঙ্গে রয়েছে একগুচ্ছ সেফটি ও কনভেনিয়েন্স ফিচার্স। সুপার ক্যারি হচ্ছে দেশের একমাত্র ডুয়াল ফুয়েল এস-সিএনজি ভেরিয়েন্ট যুক্ত এলসিভি।
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস), শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “৫৬,০০০-এরও অধিক ইউনিট বিক্রয়ের দ্বারা সুপার ক্যারি মিনি-ট্রাক সেগমেন্টে এগিয়ে চলেছে। সুপার ক্যারি দিচ্ছে বেস্ট-ইন-সেগমেন্ট পাওয়ার, এনহ্যান্সড কমফর্ট, সুপিরিয়র কোয়ালিটি ও ভার্সাটাইল ডেক। এর বাই-ফুয়েল এস-সিএনজি ভেরিয়েন্ট সাদরে গৃহিত হয়েছে স্মল কমার্সিয়াল ভেহিকেল মার্কেটে।”