মারুতি সুজুকি অল্টো’র জয়যাত্রা অব্যাহত
শিলিগুড়ি, জুন ২০২০: একটানা ১৬ বছর ধরে ভারতের সর্বাধিক বিক্রিত গাড়ি হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে মারুতি সুজুকি অল্টো। প্রথম-গাড়ি ক্রেতাদের এটি সেরা পছন্দের গাড়ি। ২০০০ সালে লঞ্চ্ হওয়া অল্টো বছরের পর বছর ধরে ক্রেতাদের গর্বের গাড়ি হয়ে রয়েছে। ২০০৪ সালে ভারতের সর্বাধিক-বিক্রিত গাড়ি হওয়ার পর থেকে দুই দশক ধরে অল্টোর প্রাধান্য চলছে। অল্টোর এই সাফল্যের পিছনে রয়েছে আধুনিক ডিজাইন, হাই ফুয়েল এফিসিয়েন্সি, আপগ্রেডেড সেফটি ও কমফর্ট ফিচার্স। আর সঙ্গে রয়েছে স্টাইলিশ লুকস। অল্টো হল দেশের প্রথম বিএস-৬ অনুসারী এন্ট্রি লেভেল গাড়ি। এর জ্বালানি সাশ্রয় এরকম – ২২.০৫কিমি/লিটার (পেট্রোল) ও ৩১.৫৬কিমি/কেজি (সিএনজি)।
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব জানান, ভারতের অটো ইন্ডাস্ট্রিতে নতুন বেঞ্চমার্ক সৃষ্টিকারী অল্টো ১৬ বছর ধরে একটানা প্রাধান্য বিস্তার করে রয়েছে। দেশের ৭৬ শতাংশ গ্রাহক তাদের প্রথম-কেনা গাড়ি হিসেবে অল্টোকেই বেছে নিচ্ছেন।
মারুতি সুজুকি অল্টো’র জয়যাত্রা অব্যাহত
