মারাদোনার নামে আত্মপ্রকাশ করল ইতালির স্টেডিয়াম

শুক্রবার ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব নেপলস টাউন হল জানিয়েছে, নাপোলির ইতালির সান পাওলো স্টেডিয়ামের নামকরণ আনুষ্ঠানিকভাবে সদ্য প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার নামে ‘দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়াম’ করা হয়েছে। নয়া নামকরণের পর আগামী ১০ ডিসেম্বর কৌলিবালি, ড্রায়েস মার্টেন্সরা স্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচটি খেলবেন।

গত সপ্তাহে ৬০ বছর বয়সে প্রয়াত হয়েছেন ফুটবলের ঈশ্বর আর্জেন্তিনা কিংবদন্তি তথা নাপোলি ফুটবল ক্লাবের একদা অবিসংবাদী ফুটবল নায়ক দিয়েগো মারাদোনা। দু’টি ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ খেতাব ছাড়াও অন্যান্য ট্রফি দিয়ে গোটা শহরের ভালোবাসা উনি আদায় করে নিয়েছিলেন। উল্লেখ্য, ১৯৮৪ বার্সেলোনা ছেড়ে ন্যাপেলসে আগমণ ঘটেছিল বছর তেইশের মারাদোনার। ক্লাবের তরফে সাত বছরে ১১৫টি গোল রয়েছেন ‘হ্যান্ড অফ গডে’র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *