বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে স্থানীয় তৃণমূল নেতা নজির খানকে গ্রেফতার করল সিআইডি। আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। গোয়েন্দাদের দাবি, মণীশ খুনে প্রত্যক্ষভাবে জড়িত নজির খান। মণীশ খুনে ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মণীশ শুক্ল খুনের আগে এলাকায় নজরদারি চালিয়েছিল নজির খান। দুষ্কৃতীদের এলাকায় কোথায় কী ঘটছে তার বিস্তারিত বিবরণ লাগাতার দিয়েছিলেন তিনি।
রবিবার রাতে টিটাগড় থানার কাছে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্ল। ২টি বাইকে ৪ দুষ্কৃতী এসে মণীশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরদিন CID-কে ঘটনার তদন্তভার দেয় রাজ্য সরকার। নিহত বিজেপি নেতার বাবা চন্দ্রমণি শুক্ল মোট ৭ জনের নামে FIR দায়ের করেন।