ভ‍্যালেন্টাইনস উইক যেন বাঙালিদের উৎসবে !

ফেব্রুয়ারি মানেই “ভালবাসার মরশুম”। ভালবাসার দিন অর্থাৎ ভ‍্যালেনটাইন ডে পালনের মধ‍্য দিয়েই শুধু এই মরশুম উদযাপিত হয় না। বরং ক‍্যালেন্ডারের দিন ধরে চলে প্রতিটি দিন পালন। তার মধ্যে রোজ ডে, চোকলেট ডে, টেডি ডে অন্যতম। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ‍্যে জায়গা করে নিয়েছে ভ‍্যালেন্টাইনস উইক। আর এই ভ‍্যালেনটাইন উইকে টেডি বিয়ার নিয়ে আলাদা উন্মাদনা দেখা যায় বর্তমান প্রজন্মের মধ‍্যে। আর এরফলে লক্ষ্মীলাভ হচ্ছে ব‍্যবসায়ীদের। আলিপুরদুয়ার জেলার কালচিনি, মাদারিহাট, আলিপুরদুয়ার, হ‍্যামিল্টণগঞ্জে উপহারের দোকানগুলিতে গেলে দেখা যাচ্ছে টেডি বিয়ার দিয়ে সাজানো রয়েছে দোকান। আড়াইশো থেকে দশ হাজারের মধ‍্যে বিভিন্ন মাপের টেডি রয়েছে সেখানে। তবে আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ‍্যে টেডি বিয়ার কিনতে বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের। টেডি বিয়ারের পাশাপাশি রয়েছে বিভিন্ন মাপের হার্ট পিলোর কালেকশন। এগুলির চাহিদা রয়েছে বলে জানা যায়। ব‍্যবসায়ীরা জানান,”ভালবাসা প্রকাশের অন‍্যতম উপহার টেডি বিয়ার। দেখা যায় এই দিনেই পছন্দের মানুষের হাত ধরে দোকানে নিয়ে আসে।তারপর তাদের হাতে তুলে দেয় টেডি।দেখেও ভাল লাগে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *