ভারতে ৮০ কোটি টাকা বিনিয়োগ করছে মার্কেম-ইমাজি

প্রোডাক্ট আইডেন্টিফিকেশন ও ট্রেসেবিলিটি সলিউশনের প্রস্তুতকারক ও গ্লোবাল কোডিং ইন্ডাস্ট্রিতে এক অগ্রণী সংস্থা রূপে পরিচিত মার্কেম-ইমাজি রাজস্থানের ভিওয়াড়িতে আরআইআইসিও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অবস্থিত তাদের প্রথম কারখানায় কাজ শুরু করল। এই কারখানায় ও ভারতে কাজকর্মের জন্য কোম্পানি ৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মার্কেম-ইমাজি হল ইউএস-ভিত্তিক ডোভার কর্পোরেশনের নিজস্ব সাবসিডিয়ারি। সদ্য উদ্বোধন হওয়া কারখানাটিভারতে মার্কেম-ইমাজির হেড অফিস হবে এবং দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করবে। কোম্পানি ভারতের উত্তরাংশে এই ইন্ডাস্ট্রিয়াল হাবটি নির্বাচন করেছে কোডার ও ইঙ্ক প্রোডাকশন, কমার্সিয়াল অপারেশন, আফটারমার্কেট সাপোর্ট ও ব্যাক-অফিস ফাংশনের জন্য। এর ফলে এদেশে মার্কেম-ইমাজির অবস্থান আরও দৃঢ় হবে। নতুন কারখানাটি ৫.৫ একর জমির উপরে বিস্তৃত এবং ভারতের গ্রাহকদের বেস্ট-ইন-ক্লাস সার্ভিস প্রদানের জন্য মার্কেম-ইমাজির দীর্ঘকালীন লক্ষ্যপূরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *