নেপালি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি ভানুভক্তের ২০৬ তম জন্মজয়ন্তী পালন হল সমগ্র পাহারজুড়ে। দার্জিলিং,মিরিক, কার্শিয়াং সহ একাধিক জায়গায় করোনার আবহেই সমস্ত সতর্কতা অবলম্বন করে ভানুভক্তের জন্মদিন পালিত হল।এদিকে পানিঘাটায় ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে গৌতম দেবকে বাঁধা দেন পানিঘাটায় স্থানীয় মোর্চা দল। রাস্তায় পাথর ও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে মোর্চা সমর্থকরা।সেসঙ্গে শিলিগুড়ি জংশন, জলপাইগুড়িতেও পালিত হয় নেপালি কবির জন্মদিন
ভানুভক্তের ২০৬ তম জন্মজয়ন্তী পালন হল সমগ্র পাহারজুড়ে।
