প্রশংসা ছড়িয়েছে ঠিক অন্যদিকে না চাইতেও কিছু বিতর্কে জড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর ‘শাসন’ ক্ষমতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। অনেক আগে থেকেই একটা জল্পনা সৃষ্টি হয়েছিল যে এবার হয়তো আইসিসি’র বড় পদে দেখা যেতে পারে তাঁকে। এখন সেই সম্ভাবনাই জোরাল হল। অনুমান করা হচ্ছে, সব ঠিক থাকলে আগামী দিনে আইসিসি চেয়ারম্যানের চেয়ারে বসতে দেখা যেতে পারে ‘দাদা’কে।
বিষয় হল, দুবাইতে আইসিসির বৈঠক ছিল যার দ্বিতীয় দিন আজ। আইসিসির বর্তমান চেয়ারম্যান নিউজিল্যন্ডের গ্রেগর বার্কলের মেয়াদ অক্টোবর পর্যন্ত। তিনি দু’বছরের মেয়াদ পূর্ণ করবেন। মনে করা হচ্ছিল, এদিনের বৈঠকে তাঁর পদ বৃদ্ধির ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে বা মেয়াদ শেষের পর আবার আইসিসি চেয়ারম্যান পদের জন্য আবেদন করতে পারেন বার্কলে। কিন্তু সূত্রের খবর, এমন কোনও ঘটনাই আজ ঘটেনি। তাই এই ব্যাপারটা ধীরে ধীরে আরও স্পষ্ট হতে চলেছে যে, আইসিসি চেয়ারম্যান পদে নতুন মুখ আসছে। আর এই পদের জন্য যে অন্যতম ফেভারিট সৌরভ গঙ্গোপাধ্যায় তা বলাই বাহুল্য। তবে এখনও যেহেতু অক্টোবর মাস পর্যন্ত সময় আছে তাই হলফ করে কিছুই বলা যাচ্ছে না। কারণ এই কয়েক মাসে নতুন কোনও পরিকল্পনা আনতেই পারে আইসিসি।
এছাড়া এদিনের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা যে চতুর্দেশীয় টুর্নামেন্টের প্রস্তাব দিয়েছিলেন তা খারিজ করে দিয়েছে আইসিসি। শুধু ত্রিদেশীয় সিরিজের অনুমতি দেওয়া হয়েছে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই চার দেশ নিয়ে টুর্নামেন্টের প্রস্তাব দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড।