উধারবন্দ বিধানসভার অধীনে থাকা খাসপুর নয়াগ্রাম মিলন মন্দিরের দূগা্মন্ডপের বিদ্যুতের লাইনের সংস্কার করে দিলেন মানবদরদী প্রাক্তন বিধায়ক রাহুল রায় মহাশয়। এই মন্দিরে বিগত ৩৫ বছর থেকে কোনো ধরনের বিদ্যুৎ সংস্কার কাজের জন্য কোনো নেতা -মন্ত্রী সহযোগিতা করেন নাই কিন্তু রাহুল রায় ব্যক্তিগত উদ্যোগে আজ করছেন বলে জানান এলাকাবাসী। সেদিন মন্দিরের উপদেষ্টা মন্ডলী তথা ভূমিরদাতা নিরঞ্জন তাঁতির হাঁতে বিদ্যু্ৎ সংস্কারের জন্য প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের প্রতিনিধি রজত পাল ও প্রাঞ্জল রায় নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
অন্যদিকে, গত ৯আগষ্ট পানগ্রাম দাসপাড়া রোড উন্নয়ন কমিটির কর্মকর্তাদের ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন প্রাক্তন বিধায়ক রাহুল রায় মহাশয়। উক্ত অঞ্চলের জনগনেরা জানান, অল্প বৃষ্টি দিলেই নাকি রাস্তাটির বেহাল অবস্থায় পরিনত হয়। এমনকি বৃষ্টির দিনে স্কুল -কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অসুবিধার সমুখী্ন হতে হয়,সঙ্গে পানীয় জলেরও সমস্যা রয়েছে। বিগত দিনে উক্ত সমস্যা নিরসনের জন্য জনপ্রতিনিধি দের কাছে আবেদন করলেও নিটফল শূন্য। পরবর্তী সময়ে যখন সমস্যা গুলোর কথা রাহুল রায়ের কানে যায়, তখন তিনি এই ব্যক্তিগত উদ্যোগে এই বেহাল সড়ক সংস্কারের আশ্বাস দেন এবং তিনি আশ্বাস অনুসারে কাজ করেছেন বলে এলাকাবাসী অত্যন্ত খুশি।
রাহুল রায় বলেন, শুধু এই এলাকা নয়, উধারবন্দের অনেক রাস্তার বেহাল অবস্থা। আগামীকালে যদি উধারবন্দবাসীর আশীর্বাদ ও সহযোগিতা পান তাহলে উধারবন্দের প্রত্যেক রাস্তা ব্লক দিয়ে তৈরি করা হবে। সেদিন আখড়ার বৈষ্ণবদের থাকার ঘরের মেরামতের জন্য আরো দশ হাজার টাকা দেবেন বলে আশ্বাস দেন তিনি। সেদিন অন্যান্যদের উপস্থিত ছিলেন, গোপাল আখড়ার বৈষ্ণব সর্বানন্দ গোঁসাই, ভূপেন দাস, রাখাল দাশ, গোপাল সিংহ, মনি সিংহ, সহ প্রমুখেরা।