পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২ (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড) থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া) রুটে সফর করেছেন প্রায় ২৯ লক্ষ যাত্রী।
উল্লেখ্য, গ্রিন লাইন ২ বা মেট্রোর নদীর নিচ দিয়ে যাওয়া রুটটি চালু হয়েছিল গত ১৫ মার্চ। এদিকে কলকাতা মেট্রোর এক বিবৃতি অনুসারে জানা গিয়েছে, গ্রিন লাইন-২-এর আন্ডার রিভার সেকশনে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার পর থেকে গত ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট করিডোরের বিভিন্ন স্টেশন থেকে প্রায় ২৯ লক্ষ যাত্রী ব্লু লাইন স্টেশনে যাতায়াত করেছেন।
কলকাতা মেট্রোর এই ২ টি করিডোরের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হল এসপ্ল্যানেড স্টেশন। যাত্রীদের ইন্টারচেঞ্জিংয়ের বিষয়টিকে সহজ এবং নমনীয় করে তোলার লক্ষ্যে ওল্ড এসপ্ল্যানেড স্টেশন (ব্লু লাইন) এবং নিউ এসপ্ল্যানেড স্টেশন (গ্রিন লাইন)-এর মধ্যে সারিবদ্ধভাবে “Queue Manager” স্থাপন করা হয়েছে।