বৃহস্পতিবার ফের পড়ল সোনার দাম

সোনার দাম বাড়লেও এদিন উল্লেখযোগ্য চড়েছে রুপোর দর। সূচকে ০.০৯% বৃদ্ধির জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫১,৪২৭ টাকা। গতকাল এমসিএক্স সূচকে দ.৭% বেড়েছিল সোনা, কিন্তু রুপোর দাম ২.২% নেমে গিয়েছিল। এ দিন এমসিএক্স সূচকে ০.০৫% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৪৯,১৩৪ টাকা। 

আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দর পড়তে দেখা গিয়েছে, যা বুধবার গত ৯ বছরের সর্বোচ্চ দরে পৌঁছেছিল। এ দিন স্পট গোল্ড সূচকে ০.২% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮০৬ ডলার, যা গতকাল ছিল ১,৮১৭.৭১ ডলার। সূচকে এ দিন ০.৭% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৮.৬৪ ডলার। গতকাল বিশ্বের বৃহত্তম গোল্ড ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মজুত সোনার পরিমাণ ০.২৭% বাড়র ফলে দাঁড়ায় ১,১৮২.১১ টন। 

অন্য দিকে, চলতি বছরে চতুর্থ দফার গোল্ড বন্ড বাজারে ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বন্ডের এই পর্যায়ের বুকিং শেষ হচ্ছে আগামী শুক্রবার। প্রতি গ্রাম হিসেবে ইস্যুর দাম রাখা হয়েছে ৪,৮৫২ টাকা। অনলাইন বুকিংয়ে ইস্যুপ্রতি ছাড় দেওয়া হচ্ছে ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *