প্রয়োজন অনুসারে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক লাইফ ইন্স্যুরেন্স সলিউশন প্রদান করার উদ্দেশ্য নিয়ে এইউ স্মল ফিনান্স ব্যাংক (এইউ ব্যাংক) ও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হল। দুটি অগ্রণী সংস্থার মধ্যে সম্পর্ক স্থাপনের ফলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা বিষয়ক প্রোডাক্টসমূহ গ্রাহকদের কাছে দ্রুততর, ডিজিটাল ও পেপারলেস অবস্থায় উপলব্ধ হবে। এই কর্পোরেট এজেন্সি ব্যবস্থাপনার মাধ্যমে ১৩টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০০টিরও বেশি ব্যাংকিং টাচপয়েন্ট থেকে ১৮ লক্ষেরও বেশি গ্রাহকের পক্ষে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের গ্রাহক-কেন্দ্রিক প্রোটেকশন ও লং-টার্ম সেভিংস প্রোডাক্ট পাওয়া সম্ভব হবে। এই প্রোডাক্টগুলি গ্রাহকদের নিজেদের ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা জোগাবে।
এখন থেকে পরিবারের সদস্যদের জন্য আর্থিক পরিকল্পনার মাধ্যমে আর্থিক সুরক্ষা জোগাতে সক্ষম হবেন রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়াণা, ছত্তিশগড়, দিল্লি এনসিআর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গোয়া, পশ্চিমবঙ্গ ও কেন্দ্রশাসিত চন্ডীগড় এবং জম্মু ও কাশ্মীরের এইউ ব্যাংকের গ্রাহকরা।