বিশ্ব আদিবাসী দিবসে ভিন্ন রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাঢ় অঞ্চলের ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের শুভ সূচনায় গিয়ে আদিবাসী নৃত্যের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজালেন ধামসা-মাদল। হাতে তুলে নিলেন খঞ্জনিও। তাঁর গায়ে উঠেছিল ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকও। জঙ্গলমহলের সেই অনুষ্ঠানের শুভ সূচনায় ঝাড়গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়াম ছিল সেই অনুষ্ঠান। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও। গোটা অনুষ্ঠান মঞ্চ ঘুরে দেখেন তিনি। সেখানে আদিবাসী নৃত্য পরিবেশন করছিলেন নৃত্যশিল্পীরা। তাঁদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রীও। প্রায় মিনিট দুয়েক নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান নেত্রী।

এখানেই শেষ নয়। মঞ্চে ধামসা মাদল বাজাচ্ছিলেন শিল্পীরা। তাদের ধামসা বাজানোর কায়দা বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করেন মুখ্যমন্ত্রী। তার পর সেই ধামসাও বাজান তিনি। বাজান খঞ্জনিও। সবমিলিয়ে এদিনের অনুষ্ঠানে জঙ্গলমহলবাসীর সঙ্গে একাত্ম হয়ে গেলেন তিনি। তাঁর এহেন মাটির মানুষ সুলভ আচরণে আপ্লুত জঙ্গলমহলবাসীও। 

লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল। বরং ফুটেছিল পদ্মফুল। জঙ্গলমহলের জেলাগুলিতে জাঁকিয়ে বসেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে সেই পরিস্থিতিতে বদল ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আশাহত করেনি জঙ্গলমহলের বাসিন্দারা। ভোট মেটার পর এই প্রথম জঙ্গলমহলে গেলেন মুখ্যমন্ত্রী। আর প্রথম দিনই সেখানকার মানুষের মন জয় করে নিলেন তিনি। নিজের জননেত্রীসুলভ আচরণের মাধ্যমে মন করে নিলেন আমজনতার। আদিবাসী ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি মানুষকে বুঝিয়ে দিলেন, “আমি মুখ্যমন্ত্রী হতেই পারি, কিন্তু আমি তোমাদেরই লোক।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *